এক রাত

সময় এখন ভোর,

ভাবছি কথা তোর।

বসে উঠান পারে,

চেয়ে আকাশের তরে।

আছি আশুলিয়া পাবনার টেক,

মশায়া ভাবছে আমি কেক।

খাচ্ছে তাই ইচ্ছে মত,

আরও পড়তে>>

সার্চের জন্য লিখুন

পাখি উড়ে গেছে


পাখি উড়ে গেছে


অচেনা পাখিটাকে আমি
করতে চেয়েছিলাম আপন।
পাখিটাকে নিয়ে আমি, দেখেছিলাম
ঘর বাধার স্বপন।
পাখিটাকে ভালবাসা সবটুকু দিয়েছিলাম
রিক্ত করে এ হৃদয়।
তবুও পারিনি করতে পাখিটার মন জয়।
মুক্ত বিহঙ্গ সে, পোষ মানেনি আমার,
তবুও পাখিটার জন্য আমার হাহাকার।

জোড় করিনি তারে, রাখিনি খাঁচায় ভরে।
খুলে দিয়েছি দ্বার,উড়ে গেছে পাখি,
নাম নেই আর ফেরার।