এক রাত

সময় এখন ভোর,

ভাবছি কথা তোর।

বসে উঠান পারে,

চেয়ে আকাশের তরে।

আছি আশুলিয়া পাবনার টেক,

মশায়া ভাবছে আমি কেক।

খাচ্ছে তাই ইচ্ছে মত,

আরও পড়তে>>

সার্চের জন্য লিখুন

ব্লগ ক্রয়ের নিয়ম

     ব্লগ ক্রয় করতে আপনাকে অবশ্যয় আপনার পছন্দকৃত ব্লগ ঠিকানা ও আপনার ডোমেইন নেম(যে নামে আপনি .tk ডোমেইন নিতে চান) লিথে আমাদের কাছে ইমেইল করতে হবে। বিল পেমেন্ট অবশ্যয় আগে করতে হবে। বিকাশ বা ডিবিবিএল ব্যাবহার করে বিল পেমেন্ট করতে পারেন। ইমেইল করার সময় অবশ্যয় আপনাকে সেই বিকাশ বা ডিবিবিএল নং যোগ করতে হবে যা থেকে আপনি বিল পেমেন্ট করছেন। বিকাশ থেকে বিল পেমেন্টের সময় কাশ ইন বা সেন্ড মানি করতে পারেন। ডিবিবিএল থকে শুধু কাশ ইন করতে পারবেন আমাদের পেমেন্ট নং ০১৭৬১৬২৩৫১৭(০) এই নং শুধু পেমেন্ট করতে পারবেন যোগাযোগ করতে ইমেইল ব্যাবহার করতে হবে।

0 আপনার মন্তব্য: