সময় এখন ভোর,
ভাবছি কথা তোর।
ভাবছি কথা তোর।
বসে উঠান পারে,
চেয়ে আকাশের তরে।
আছি আশুলিয়া পাবনার টেক,
আছি আশুলিয়া পাবনার টেক,
মশায়া ভাবছে আমি কেক।
খাচ্ছে তাই ইচ্ছে মত,
খাচ্ছে তাই ইচ্ছে মত,
আমার শরিরের রক্ত যত।
আসছেনা ঘুম বসে তাই,
লিথছি আমার ভাষা কবিতায়।
আজ রাতে জোসনার আলে,
লিথছি আমার ভাষা কবিতায়।
আজ রাতে জোসনার আলে,
পৃথীবিটা তাই লাগছে ভাল।
বাড়ি দেথতে যেন গোয়াল ঘর,
আজ ছিলাম সেই ঘরের তর।
আজ ছিলাম সেই ঘরের তর।
মাথার উপর উরছে প্লেন,
মন বলছে মশিউর এখানে কেন এলেন।
জীবনে দেখার আছে অনেক কিছু,
ভয় পাইনা ফিরব কেন পিছু।
কবিতার শেষে লিখছি আবার,
তুকে মনে পরছে বারে বার।
মন বলছে মশিউর এখানে কেন এলেন।
জীবনে দেখার আছে অনেক কিছু,
ভয় পাইনা ফিরব কেন পিছু।
কবিতার শেষে লিখছি আবার,
তুকে মনে পরছে বারে বার।
0 আপনার মন্তব্য:
Post a Comment