এক রাত

সময় এখন ভোর,

ভাবছি কথা তোর।

বসে উঠান পারে,

চেয়ে আকাশের তরে।

আছি আশুলিয়া পাবনার টেক,

মশায়া ভাবছে আমি কেক।

খাচ্ছে তাই ইচ্ছে মত,

আরও পড়তে>>

সার্চের জন্য লিখুন

কুইজ

                                                                 সাধারণ কিছু পূর্ণরুপ

এক জন মানুষের মোট ওজনের কত ভাগ রক্ত?
    একজন মানুষের রক্তের পররমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ১৩০ কেজি ওজনের মানুষের রক্তের পররমাণ হল ১০ কোজি


দেহের অক্সিজেন সরবারহকারী লহিত রক্ত কণিকার পরিমান কত? এবং এরা কত ঘন্টা বাচেঁ?
    দেহের অক্সিজেন সরবারহকারী লহিত রক্ত কণিকার পররমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ ঘন্টা বাচেঁ।


রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা কত?
    রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।


দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কত বড় হবে?
    দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।

একজন মানুষের স্নায়ুতন্ত্র কত লম্বা?
    একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে পৃতিবীকে ৭ বার পাঁচানো যাবে।

অনুভূতির স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় কত মাইল বেগ প্রবাহিত হয়?
    ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।
 
দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছাতে কত সময় লাগে?
   ০.১ সেকেন্ড।

একজন শিশুর জন্মের সম হাড় থাকে কত টি?
   ৩৫০ টি।


শিশুরা কথা বলতে শিখলেই নানান প্রশ্ন করবে, একটি ৪ বছরের শিশু প্রতিদিন কত টি প্রশ্ন করবে?
   ৪৩৭ টি।

একজন মানুষের সারা জীবন কত হাজার লিটার মূত্র ত্যাগ করবে?
   ৪০ লিটার।

একজন মানুষের শরীরের চামরড়ার পরিমাণ হচ্ছে কত বর্গফুট এবং এই চামড়ার উপর রয়েছে কত কোটি লোমকূপ?
   ২০ বর্গফুট এবং ১ কোটি লোমকূপ।

মানুষের শরীরে যে পরিমান চর্বি আছে তা দিয়ে  কত টি বড় জাতের কেক তৈরি সম্ভব?
   প্রয় ৭টি বড় জাতের কেক তৈরি সম্ভব। 

মানুষের শরিরে ৬৫০টি পেশি আছে ?
   ৬৫০ টি পেশি আছে। কোন কোন কাজে ২০০টি পেশী সক্রিয় হয় মুখুমন্ডলে ৩০ টির বেশি আছে। হাসতে গেলে ১৫ টির বেশি পেশী সক্রিয় হয়। 

0 আপনার মন্তব্য: